Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মুক্তি পাচ্ছে “ধোঁকা রাউন্ড ডি কর্নার” ।।

ইন্দ্রজিৎ আইচ:-পুজোয় ঠিক আগেই আগামী
২৩ শে সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে বলিউড পরিচালক কুকি গুলতির নতুন হিন্দি ছবি ” ধোঁকা রাউন্ড ডি কর্নার “।

ছবি মুক্তির ঠিক আগে এই ধোঁকার টিম কলকাতা ঘুরে গেলেন। এসেছিলেন ছবির প্রোমোশন ও ট্রেলার লঞ্চ করতে।



পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির আর মাধবন, কুসাল্লি কুমার, দর্শন কুমার, অপরশক্তি খুরানা এই প্রধান চার অভিনেতা ও অভিনেত্রী এবং ছবির পরিচালক।

সকলেই এই ছবির শুটিং এর নানা কথা ও গানের বিষয়ে জানালেন। পরিচালক কুকি গুলতি জানালেন গুলশান কুমার ও টি সিরিজ নিবেদিত টি সিরিজ ফিল্মস নির্মিত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read