আগামী নভেম্বর মাস থেকেই তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের পড়ুয়া ভর্তি শুরু হয়ে যাবে। চলতি মাসের ১৪ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের উদ্বোধন ঘটেছিল। এবার সেখানে শীঘ্রই মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।
আগামী নভেম্বর মাসে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ভর্তি হবে। উল্লেখ্য জেলা সফরে এসে পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজের উদ্বোধন করেন। মেডিকেল কলেজের ছাত্র ভর্তি হওয়ার আগে পরিকাঠামো খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন বুধবার।
৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ দিন তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ ঘুরে দেখেন। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিল মল্লিক সহ ফ্যাকাল্টির চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ছাত্রদের ক্লাস রুম, কম্পিউটার রুম, ল্যাব রুম, সহ একাধিক এলাকা ঘুরে দেখেন। পরিকাঠামো দেখে আধিকারিকরা ভীষন খুশি। ১০০ জন পড়ুয়া নিয়ে শুরু হবে পঠন পাঠন।