Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নিশিকান্ত মন্ডলের স্মরণসভায় মমতাকে আক্রমন শুভেন্দুর ।।

প্রদীপ কুমার মাইতি:-গত ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময় দুষ্কৃতীদের গুলিতে শহীদ হয়েছিলেন নিশিকান্ত মন্ডল।

সেই স্মৃতি চারণে বৃহস্পতিবার নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ।



এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডি এ মামলা খারিজ করেছে হাইকোর্ট সেই প্রসঙ্গে বলেন, মমতা ব্যানার্জি যে স্টাইলে বিচার ব্যাবস্থা চালাতে চান, সে ভাবে তো বিচার ব্যাবস্থা চলবেনা, ডি এ অস্বীকার করেন আবার হলফনামা দিয়ে বলেন ডি এ বাতিল, হাইকোর্টের এই রায় কে স্বাগত জানাচ্ছি।



শোভনদেব প্রসঙ্গে বলেন, যিনি ভাইপোকে নেতা মেনে বলেন দুর্নীতির জায়গা নেই তৃণমূলে,তার মুখে এই সব মানায় না। পাশাপাশি কুড়মী আন্দোলন এখনও চলছে এই প্রসঙ্গে বলেন, এই সরকার অপদার্থ। নাসিক হাইরোড বন্ধ হয়ে আছে এটা এই সরকারের অপদার্থতা ছাড়া কিছু না।

নিশিকান্ত মন্ডলের স্মরণ সভা উপলক্ষে একদিকে ছিল বিজেপির সভা অপর দিকে বিকালে অনুষ্ঠিত হবে তৃণমূলের পক্ষ থেকে স্মরণ সভা। জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read