Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। সাতক্ষীরাতেও ছাদখোলা গাড়িতে সংবর্ধনা পেলেন সাফজয়ী সাবিনা ।।

সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনকে দেখতে ঢল নামে সাতক্ষীরার পথে পথে। নিজ শহরের মানুষের ভালোবাসায় অভিভূত সাবিনা। শুক্রবার সকাল ১১টার দিকে সার্কিট হাউজে যান তিনি। এ সময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা। পরে একটি পিকআপকে করে এক ঘণ্টা সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে সংবর্ধনা দেওয়া হয়।



সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে দীর্ঘ এক ঘণ্টা বর্ণিল শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয় হাজারো মানুষ। এসময় ছাদ খোলা পিকআপ থেকে হাত নাড়িয়ে ভক্তদের অভিবাদন জানান তিনি। পরে পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন সর্বস্তরের মানুষ।

সংবর্ধনা শেষে সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় আমি দেশবাসির প্রতি উৎসর্গ করছি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read