Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। পদ্ম দূর্গ ময়নাতে সমবায় নির্বাচনে সবুজ ঝড় ।।

গত লোকসভা নির্বাচনের সময় থেকে পদ্ম শিবিরের গড় হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতেও এবার সবুজ ঝড়।দক্ষিন ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতির সবকটি আসন দখল করলো শাসক দল তৃনমূলের মনোনীত প্রার্থীরা।একটা আসনে আবার বিনা নির্বাচনে তৃনমূল প্রার্থী জয়ী হয়েছে আগেই ।স্বাভাবিক কারনে পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।



জানা গেছে দক্ষিন ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসন।এর মধ্যে ১টি আসনে বিনা প্রতিদ্বন্ধীতায় তৃনমূল প্রার্থী জয়ী হয়েছিলো।বাকী ১১টি আসনে এদিন ভোট গ্রহন হয় ।

মুলত শাসক দল ও বিজেপির দুটি প্যানেলে ভোট গ্রহন করা হয়েছে।উত্তেজনা থাকলেও কোন অশান্তি ছাড়াই দক্ষিণ ময়না ১ নম্বর প্রাথমিক স্কুলের ভোটগ্রহণ চলে ৷ লাইন দিয়ে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেন ৷মাসমচক ও দক্ষিণ ময়না এই দুই গ্রামের বাসিন্দা ৯২৮ জন ভোট প্রদান করেন ।ফলাফল বের হলে দেখা যায় ১১টি আসনেই তৃনমূল প্রার্থীরা জয়ী হয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read