Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। টাটা স্টিল এর আয়োজনে ২৫কে ম্যারাথন ।।

ইন্দ্রজিৎ আইচ:-কোভিডের পরবর্তী সময়ে টাটা স্টিল এর আয়োজনে আগামী ১৮ডিসেম্বর
রবিবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ২৫ কে ম্যারাথন।

গ্রান্ড হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন টাটা স্টিল এর ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী।

তিনি জানালেন এই ম্যারাথন শুরু হবে রেড রোড থেকে সকাল ৭ টায়। এইদিন সারা রাজ্যের বহু জগতের বিখ্যাত গুণীজন উপস্থিত থাকবেন।

গ্রান্ড হোটেলে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার, জিওসি ইস্টার্ন কমান্ড জেনারেল রানা প্রতাপ কলিতা, ফোটিস হসপিটাল এর ডাক্তার সংযুকতা দত্ত, প্রকেম ইন্টারন্যাশনাল এম ডি বিবেক সিং, আই ডি অফ সি র ফার্স্ট ব্যাংক এর প্রধান অমিত সিনহা সহ আরো অনেক ব্যাক্তি বর্গ।

এই দিন উপস্থিত সকল অতিথিরা এই কলকাতা ২৫কে এর লোগো ও গেঞ্জি উদ্বোধন করেন। সকল অতিথি রা বলেন এই কলকাতা ২৫ কে আমাদের সকলের মনে নতুন প্রানের সঞ্চার করবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read