পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে পাঁউসি ব্রিজ থেকে দক্ষিণ বরোজ,কায়েমগেড়িয়া,অর্জুননগর, চক্রসুল,ইটাবেড়িয়া, উদবাদল হয়ে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় পর্যন্ত মোটরসাইকেলের মহামিছিল আয়োজিত হয়। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় মাঠে বিশাল কর্মীসভা আয়োজিত হয়। পরিশেষে কলেজ অডিটোরিয়ামে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পর্যবেক্ষক ও রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক তরুণ মাইতি, জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না, অামিন সোহেল, কাজল বর্মন, মিহির ভৌমিক,মানব পড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।
অভিযোগ মোটরসাইকেল মিছিল পরিক্রমার সময় দক্ষিণ বরোজ ব্রিজের কাছে পুলিশের উপস্হিতিতে মিছিলে বিজেপি মদতপুষ্ট সমাজবিরোধীরা ঢিল ছোঁড়ে এবং অতর্কিতে মিছিল আক্রান্ত হয়।বেশ কয়েকটি মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হয়।
রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের নেতৃত্বে দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবীতে অর্জুননগর গ্রামপঞ্চায়েত মোড়ে অবস্থান বিক্ষোভ চলে।পরে ভূপতিনগর থানার ওসি দুষ্কৃতকারী দের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে রাজ্য নেতা ডলার ঘোয মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধয়ায়,ডিজি,এসপি,এসডিপিও প্রমুখের বিজেপির পরিকল্পিত সন্ত্রাস দমনে প্রশাসনিক হস্তক্ষেপের দাবী করেন।
কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ভারতীয় ঝামেলা পার্টি বলে অভিহিত করেন। বিজেপির বিভেদ, বিদ্বেষ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্য নেতা তন্ময় ঘোষ। তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। বিজেপির কাজই হচ্ছে বাংলার উন্নয়ন কে স্তব্ধ করা ও বাংলার অার্থিক প্রাপ্য থেকে বঞ্চিত করা বলে উল্লেখ করেন তন্ময় ঘোষ। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে ধর্মনিরপেক্ষ ও গনতান্ত্রিক জোট সরকার গঠনের লক্ষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তন্ময় ঘোষ।
অপরদিকে বিজেপি অভিযোগ করেছে তাঁদের কর্মী সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে।এই ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।