প্রদীপ কুমার মাইতি:-পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে ও পটাশপুর থানার ব্যস্থাপনায় দুর্গ পুজো কমিটি গুলোকে নিয়ে ‘সমন্বয় সভা’র আয়োজন করা হয়। সোমবার পটাশপুর গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সমন্বয় সভা।
এদিন পটাশপুর বিধানসভার সমন্ত পূজো কমিটির উদ্যোক্তারা হাজির ছিলেন। পুলিশ প্রশাসনের তরফে সাপ জানিয়ে দেওয়া হয় যে, সরকারি বিধি নিষেধ মেনে পুজো করতে হবে। পাশাপাশি সরকারি গাইডলাইন মেনে চলার নির্দেশও পুলিশ প্রশাসনের তরপে পুজো কমিটি গুলোকে সতর্ক করা হয়েছে।
সমস্ত পূজা মণ্ডপে পুলিশের তরফ উপযুক্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু কুন্ডু, পটাশপুর ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরেন্দ্র নাথ পাহাড়ী, অমর্ষি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ আদক, গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইরানি মাইতি প্রমূখ।