Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। সরকারি বাসের অস্থায়ী কর্মীরা বাহিরে সবুজ,ভেতরে গেরুয়া দাবি শুভেন্দুর ।।

দক্ষিনবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা সব তলেতলে বিজেপির সমর্থক বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই দাবি করেছেন বিজেপির নন্দীগ্রামের বিধায়ক ।

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন ১২০০০ টাকার চাকরি চলে যাওয়ার ভয়ে ভিতরে ভিতরে বিজেপি এবং বাইরে তৃণমূলের ঝান্ডা ধরছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা।



পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় পন্ডিত দীনদয়াল উপপাধ্যায় এর জন্মজয়ন্তী উপলক্ষে তার ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিঘায় গত ৯দিন ধরে দক্ষিনবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন সংস্থার বাসের অস্থায়ী কর্মীদের কর্ম বিরোধী আন্দোলন নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

এদিন একই সাথে কুড়মি সম্প্রদায়ের একাধিক দাবি নিয়ে রাস্তা অবরোধ এবং রেল অবরোধ প্রসঙ্গে কার্যত রাজ্যকে নিশানা করলেন বিরোধী দলনেতা। এছাড়াও একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read