প্রদীপ কুমার সিংহ:-ছাত্র-ছাত্রীরা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যার ফলে বইয়ের পড়ার দিকে নজর কমে গেছে। তাই স্কুলে ডিজিটাল ক্লাস চালু হলো। এমনই কথা বললেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভায় অন্তর্গত বেগমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ।
সোমবার বেগমপুর উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় যে এখন ছাত্র-ছাত্রীরা মোবাইলের দিকে নজর চলে যাওয়ায় পড়াশোনায় অনেকটা কমে গেছে। তার জন্য ডিজিটাল ক্লাস চালু হলে যেমন অডিও শুনতে পাবে তেমনি ভিজুয়াল ও দেখতে পাবেন যার ফলে পড়ুয়াদের কিছুটা হলেও পড়াটা মনে গেঁথে যেতে পারবে। তবে এই ডিজিটাল ক্লাস হবে ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।
সেই সঙ্গে বেগমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সোমবার নতুন লাইব্রেরী উদ্বোধন করেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক শক্তিপদ মাইতি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর স্কুল সার্কেল ইনস্পেক্টর পীযূষ পড়ুয়া। যেহেতু এই স্কুলটা গ্রামে তার জন্য লাইব্রেরী খুবই প্রয়োজন হয়ে পড়েছিল এই কথা জানালেন স্কুলের প্রধান শিক্ষক ।তিনি নিজে উদ্যোগে এই লাইব্রেরীটি চালু করলেন যেহেতু গ্রাম্য এলাকা হওয়ায় ছাত্র-ছাত্রীরা অনেকেই গরীব আছে তার জন্য তারা যাতে লাইব্রেরী থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে।