দঃ কাঁথি বিধানসভার রাইপুর ৪নং অঞ্চলের নামাল বাজার থেকে রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় পর্যন্ত তৃনমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের পদযাত্রা মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর নব নিযুক্ত সভাধিপতি তথা পটাশপুর এর বিধায়ক উত্তম বারিককে স্বাগত জানালো দলীয় কর্মীরা।পরে সম্বর্ধনা প্রদান করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর , কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরা বিধানসভার বিধায়ক তরুন মাইতি , কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মধুরিমা মন্ডল, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সাহেব, কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন দাস অধিকারী, কাঁথি ১নং পঃ সমিতির সভাপতি প্রদীপ গায়েন প্রমুখ।
দলীয় কর্মীদের এই উচ্ছ্বাসকে হাত নেড়ে সম্মান জানান উত্তম বারিক। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপরে আস্থা রাখায় আমি ধন্য।বলেন দলের সর্বোচ্চ নেত্রী আমাকে যে দ্বায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়িত্ব করতে আমি সচেষ্ট থাকবো। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই জেলার জেলা পরিষদ সহ সকল পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নেত্রীর হাতে তুলে দিতে সকল স্তরের নেতৃত্বকে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন বলেও দাবি করেন। উল্লেখ্য সোমবার সভাধিপতি হিসাবে দ্বায়িত্ব গ্রহন করলেন উত্তম বারিক।