রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে দিল্লী ডেকে পাঠালেন লোকসভার স্পীকার ওম বিড়লা।অভিযোগ তৃনমূলের টিকিটে তিনি কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ হলেও পদত্যাগ না করে তিনি বিজেপিতে যুক্ত হয়েছেন।বিধানসভা নির্বাচনে বিজেপির একাধিক মঞ্চে হাজির থেকে বিজেপি প্রার্থীদের সমর্থন করলেও তিনি বিজেপিতে যোগদান করেন নি বলে বারবার দাবি করেছেন শিশির অধিকারী।
আগামী ১২ অক্টোবর দিল্লীতে শিশির অধিকারীকে স্পীকার তলব করেছে বলে জানা গেছে।সংবাদ মাধ্যমের কাছে সেই তলবের কথা স্বীকার করে নিয়ে শিশির অধিকারী জানিয়েছেন চিকিৎস্যক এর অনুমতি পেলেই তিনি দিল্লী যেতে পারবেন।
প্রসঙ্গত এই সংক্রান্ত শুনানিতে অতীতেঅ একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লি যাননি শিশির। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন সাংসদ। তৃণমূলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে শিশির ভোটও দিয়েছিলেন।
স্বাভাবিক ভাবে শুভেন্দু অধিকারীর বাবার এই আচরনকে তীব্র কটাক্ষে ভরিয়েছে তৃনমূল।লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন,এর আগে দু’টি শুনানি হয়েছিল। সেখানে আমি ছিলাম। কিন্তু অসুস্থ্যতার কথা বলে উনি ছিলেন না।যদিও রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে তিনি দিল্লী আসতে পেরেছিলেন। আশা করব, ১২ তারিখ উনি থাকবেন। দলের তরফে আমি থাকব।