সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। এই এলাকার শ্যামপুর সমবায় সমিতিতে এই নির্বাচন হচ্ছে।
এদিন শ্যামপুর সমবায়ের ভোট গ্রহণ ছিল। ভোটকেন্দ্রে যাওয়ার মুখে রাস্তার উপরে ভোটার স্লিপ দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। পাশাপাশি চলে তুমুল উত্তেজনা দু’পক্ষের মধ্যে।
এরপরে বিবেকানন্দ অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানা’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শ্যামপুর সমবায়ের নির্বাচনে তৃণমূলের যুযুধান দুই গোষ্ঠীই পরস্পরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। পাশাপাশি বিজেপিও সমস্ত আসনে সমবায়ের ভোটে প্রার্থী দিয়েছে।
সমবায় সূত্রের খবর, মোটা ভোটার ৬৯২ জন। ৯টি আসনে তিনটি প্যানেলে লড়াই চলছে। তবে শেষ হাসি হাসবে কে তা তো সময়ই বলবে।
শ্যামপুর সমবায় সমিতির ভোটেকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরা থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়।