প্রদীপ কুমার মাইতি:-পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই প্রগতি সংঘের পুজো এবার ১৫ বর্ষে পদার্পণ করল। এবার প্রগতি সংঘের নজরকাড়া থিম হল অরণ্য রক্ষা। সাবেকিয়ানার প্রতিমা।
মহাষষ্ঠীতে বালিঘাই প্রগতি সংঘের পুজো মন্ডপে প্রচুর দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যায়। এদিন পুজো মন্ডপের উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, সমাজসেবী সন্দীপ পাত্র ও আমিন সোহেল প্রমুখ।
পাশাপাশি বালিঘাই বিবেকানন্দ ব্যামাগার ক্লাবের পুজো উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ আনুয়ারউদ্দীন, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, সুদীপ জিৎ প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৯৫