শারদীয়া পূজার প্রাক্কালে আজ ষষ্ঠীতে ফুলের বাজার বেশ চড়া, আগামীকাল আরও দাম বাড়ার আশঙ্কা। স্বভাবতই খুশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাজ্যের ফুলচাষিরা।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট,দেউলিয়া সহ রাজ্যের বৃহত্তম কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে আজ টাটকা পদ্ম বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকা প্রতি পিস।
হিমঘরে রাখা পদ্ম বিক্রি হয়েছে ১০ থেকে ১২ টাকা। রজনীগন্ধা এক কিলো ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হয়েছে। ঝুরো গাঁদার দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। তিন ফুট সাইজের লাল গাঁদার কুড়িটি মালার দাম ছিল ৩০০ টাকা। হলুদ রঙের গাঁদা ফুলের ওই একই সাইজ ও একই পরিমানের দাম ছিল ৪০০ টাকা।
গোলাপ প্রতি পিস এর দাম ছিল তিন থেকে চার টাকা। ব্যাঙ্গালোরের গোলাপ বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। ঝুরো দোপাটি ফুল বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি। নীল অপরাজিতা ২০০ থেকে ২৫০ টাকা কেজি। জবার কুঁড়ি প্রতি হাজার ৭০০ থেকে ৮০০ টাকা।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দুর্গাপুজোর সময় একসঙ্গে বিরাট পরিমাণ ফুলের চাহিদা থাকে। সেই কারণে অন্যান্য দিনের তুলনায় দাম খানিকটা বেশি। তবে এ বছর বন্যা বা প্রাকৃতিক বড় দুর্যোগ না থাকায় ফুলের উৎপাদন ভালো। সারা রাজ্যের চাহিদা মিটিয়েও ভিন রাজ্যেও ফুল পাঠানো হয়েছে।