রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায় নিতে নারাজ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।একই সাথে ঘোষনার বাস্তবায়নের দায় নাম না করে শুভেন্দু অধিকারীর উপরেই চাপালেন তিনি ।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের লছুবাড় গ্রামে শনিবার মহান্তি পরিবারের শতাব্দী প্রাচীন পুজোর উদ্ধোধনে এসেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ দিলীপ ঘোষ। সর্ব ভারতীয় সহ সভাপতি কে খড়াই শিবালয় মন্দির থেকে পদ যাত্রা করে মহান্তি পরিবারে আনেন পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত ও কর্মী সমর্থকেরা। পূজা উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
সাংবাদিকদের প্রশ্ন শুরুর আগে থেকেই রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন মেদিনীপুরের সাংসদ।বলেন সরকারী টাকা দান দিয়ে রাজ্য জুড়ে মন্ডপে মন্ডপে ফিতে কাটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাস্তা থেকে সকল ধরনের উন্নয়ন থমকে গেছে টাকার অভাবে।একই কারনে একে একে বেতন বন্ধ হয়ে যাবে সকলের।
এর পরেই এক সাংবাদিক জিজ্ঞাসা করেন শুভেন্দু অধিকারী বলছে ডিসেম্বরে সরকার পড়ে যাবে,কি ভাবে? সাংবাদিকের সেই প্রশ্ন এড়িয়ে যান দিলীপ। জিজ্ঞাসা করেন আমি বলেছি ? পরে বলেন যে বা যারা বলেছে তাঁদের কে গিয়ে জিজ্ঞাসা করেন কি ভাবে হবে ।এর পরে আর সাংবাদিকদের কোন উত্তর না দিয়েই বেরিয়ে যান বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ।