স্মার্টফোনের জায়গায় এবার শরীরে বসবে ইলেকট্রনিক ট্যাটু। আগামী ২০৩০ সালের মধ্যেই মোবাইল জগতে যুগান্তকারী পরিবর্তন ঘটে যাবে ।বিল গেটসের মতে এই প্রযুক্তি এসে গেলে সঙ্গে স্মার্টফোন নিয়ে চলার প্রয়োজন হবে না। এই চিপ থেকেই সব কাজ করা যাবে।
বিগত ১৫ বছরে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। সেখানে ভালো ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিংয়ের মতো প্রযুক্তির ব্যবহার হলেও স্মার্টফোন ডিজাইনে কোন কোন যুগান্তকারী বদল দেখা যায়নি।
২০৩০ সালের মধ্যে স্মার্টফোনের ইন্টারফেসে ব্যাপক বদল আসতে চলেছে বলে দাবি করেছেন মাইক্রোসফটের প্রাক্তন প্রধান বিল গেটস।
নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্কও মনে করছেন ২০৩০ সালের মধ্যে স্মার্টফোন সম্পর্কিত অনেক কিছুই শরীরের সঙ্গে একাত্ম হয়ে যাবে।ইলেকট্রনিক ট্যাটু বসানো হবে শরীরে। আর এই ট্যাটুতে থাকবে একটি চিপ। যা স্মার্টফোনের সব কাজ করতে পারবে।