হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এমন বার্তা দিতে চায় অশুভ একটি চক্র। তাই সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন ও রমনা কালিমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
সম্প্রীতির বার্তা পৌছে দিতে আজ রাজধানী ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বচানকে ঘিরে একটি স্বার্থান্বেষি গোষ্ঠি হিন্দুদের ওপর হামলা চালিয়ে সরকারি দলের ওপর দায় চাপানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আন্তর্জাতিক মহলে জানান দিতে চায় যে, আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনার সরকারের টানা একাধারে ১৩ বছরের ক্ষমতার এই সময়ে মাত্র একটি বার দুর্গাপূজায় সহিংসতা হয়েছে। সে বার রাজনৈতিকভাবে সতর্কতার কিছুটা অভাব ছিল বলে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি।