রাজ্যের শাসক দল আশ্রীত দুষ্কৃতীদের হাতে এক বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো কামারদায়।যদিও শাসক দল তৃনমূল অভিযোগ অস্বীকার করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার লাউদা অঞ্চলের কামারদা গ্রামের বাসিন্দা শান্তনু খাঁড়া।অভিযোগ শুক্রবার রাত্রি সাড়ে নয়টা নাগাদ এই যুবকে বনমালীচট্ট স্কুল মোড়ের কাছে একা পেয়ে চড়াও হয় তৃনমূল আশ্রীত দুষ্কৃতীরা।
অভিযোগ এই যুবককে বেধড়ক মারধর করা হয় ।আরো অভিযোগ যাতে এই যুবক বাড়িতে জানাতে না পারে সেই জন্য তার মোবাইলটা আগে ভেঙ্গে দেয় হামলাকারীরা।তবে স্থানীয়দের থেকে হামলার কথা জানতে পেরে প্রহৃত যুবকের বাবা-মা-ভাইরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে শান্তনুকে উদ্ধার করে ।যদিও পরিবারের লোকেদেরকেও আক্রান্ত হতে হয় ।
অভিযোগ এই হামলায় গুরুত্বর আহত শান্তনু খাঁড়া বর্তমানে আশংকাজনক অবস্থায় ইকবালপুরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎস্যাধীন।
রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি এর সাথে তৃনমূলের কোন সম্পর্ক নেই ।নিজেদের গোষ্ঠী কোন্দলের দায়ে তৃনমূলের উপরে চাপানো হচ্ছে