সোমবার জলপাইগুড়ির রাজগঞ্জের পাতিলা ভাসা এলাকার পরে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় ভাঙলো মন্ডপ।দমকা হাওয়ার বেগে অষ্টমীর অঞ্জলি চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পুজো মণ্ডপ।আর মঙ্গলবার হলদিয়ায় দর্শনার্থীদের চাপে !
রবিবার সপ্তমী ও সোমবার অষ্টমীতে সারা দিন ও রাত্রি ধরে দফায় দফায় বর্ষা হয়েছে। ফলে মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে সেই ভাবে প্রতিমা দর্শনের সু্যোগ হয়নি বেশীর ভাগ মানুষের।
মঙ্গলবার সকালের দিকে একটু বর্ষা হলেও তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে ।দুর্যোগ কাটছে বুঝতে পেরে নবমীতে তাই কাঁথি,দিঘা,হলদিয়া,এগরা কিংবা তমলুক এককথায় পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র দর্শনার্থীদের ঢল নামে ।
এই অবস্থায় নবমীর সন্ধ্যায় হলদিয়া দুর্গোৎসব দূর্গা পূজো কমিটির পূজো মন্ডপের সিড়ি ভেঙ্গে বিপত্তি ঘটে । আঘাত পায় কয়েক জন দর্শনার্থী।
Author: ekhansangbad
Post Views: ৭৬