Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। আইনস্টাইনের ‘ভুতুড়ে কাণ্ড-কারখানা’ জিতে নিল ফিজিক্সে নোবেল ।।

কোয়ান্টাম ফিজিক্সে অনবদ্য কাজের জন্য চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। ফরাসি পদার্থবিদ অ্যালেন অ্যাসপেক্ট , মার্কিন জন এফ ক্লজার এবং অস্ট্রিয়ান অ্যান্টন জেলিঙ্গার একযোগে এই সম্মানের অধিকারী হলেন। 

নোবেল ফিজ়িক্স কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স আরব্যাক যে প্রেস কনফারেন্সে ওই তিন জনের পুরস্কার জয়ের কথা ঘোষণা করেন।

 ওঁরা তিন জন সমান ভাবে ভাগ করে নেবেন এক কোটি সুইডিশ ক্রোনরের (প্রায় ১০ লক্ষ ডলারের) পুরস্কার।

আলবার্ট আইনস্টাইন যাকে বলেছিলেন ‘দূর থেকে ভুতুড়ে কাণ্ড-কারখানা’, তা-ই জিতে নিল ফিজিক্সে এ বারের নোবেল প্রাইজ়। 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read