বিজয়া দশমীর রাতে পুরুলিয়ায় পৃথক পৃথক তিন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। এর জেরে সারা জেলা জুড়ে ছড়িয়েছে শোকের ছায়া।
বুধবার রাতে লরির সঙ্গে মোটবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্য হয় দুই যুবকের। ঘটনাটি ঘটেছে ৩২ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া টাটা রোডের বলরামপুর থানা এলাকার মালতি গ্রামের কাছে। দুই যুবকের বাড়ী ঝাড়খন্ডের নিমডি থানা এলাকায়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে বলরামপুর দিক থেকে বাড়ী ফেরার সময় মালতি গ্রামের কাছে একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা হয়। সেখানেই মোটর বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কৃষ্ণ গরাই (২৫), শম্ভুনাথ গরাই (২৯) কে মৃত বলে ঘোষনা করেন কর্মরত চিকিৎসক। দুই যুবকের বাড়িই ঝাড়খন্ডের নিমডি থানা এলাকায়। তারা বলরামপুর থেকে বাড়ি দিকে ফিরছিল বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খুটিতে ধাক্কা মারে একটি মোটর বাইক। ঘটনায় বাইকে থাকা দুই যুবকেই ছিটকে পড়ে। বৃহস্পতিবার ভোরে মানবাজার থানার জবলা গ্রামের কাছে দুটি দেহ পড়ে থাকে স্থানীয় বাসিন্দারা। পাশেই মোটর বাইকটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মানবাজার থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে মানবাজার গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা মনোজিৎ মাহাতো (২৮) ও পার্থ বাউরি (২০) কে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে মফস্বলে থানা ছড়রা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যাক্তির হয়। মৃত ব্যাক্তির নাম অনন্ত মাহাতো(২৫)। তার বাড়ী মফস্বল থানার দুমদুমি গ্রামে। দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।