প্রদীপ কুমার সিংহ :-বিষ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করলেন। মৃত ব্যক্তির নাম পঙ্কজ নস্কর (৪০)।
পেশায় ইলেকট্রিশিয়ান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মদারাট নাজিরপুর এলাকায়।
পঙ্কজ নস্করের ছেলে সাংবাদিকদকে বলেন বাবা হঠাৎ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে বিষ খায়। আশেপাশে বাড়ির লোক জানতে পারলে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করিয়ে দেয় হাসপাতালে। ভর্তি হবার কিছুক্ষণ পরেই পঙ্কজ নস্কর মারা যায়।
বারুইপুর হাসপাতালে পক্ষ থেকে বারুইপুর থানায় খবর দেওয়া হয় । ছেলে আরো বলেন দুপুরবেলা বাড়ি থেকে ফোন করে হয়, উনি একটা বেসরকারি কাজে ছিলেন সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে সেখান থেকে বারইপুর মহকুমা হাসপাতালে আসে। কি জন্য তার বাবা বিষ খেলো তা ছেলে বলতে পারেনা। পরে বারইপুর থানা পুলিশ এসে পঙ্কজ নস্করের নিথর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।