Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাঁথির সেরা রেস্তরা গুলোতে উৎসবের দিনে ।।

ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে এবং এর রেশ চলবে সরস্বতী পূজো অবধি।বাঙ্গালীরা এখন পূজো কিংবা অকেশনে বাইরে খেতে অনেক বেশী স্বাচ্ছন্দ বোধ করেন।আমাদের প্রিয় শহর কাঁথির রেস্তোরাঁ গুলো কোথায় কোথায় রয়েছে এক নজরে চোখ বুলিয়ে নিন।

কেপস্ঃ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ডানদিকের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এলে কুমুদিনীর বিরাট শো-রুমের কাছেই রয়েছে।এখানে থাকার ও ব্যবস্থা আছে।

নিকেতাঃ সেন্ট্রাল বাসস্ট্যান্ড এর পাশেই দেবজ্যোতি লজের নীচে এই রেস্তোরাঁ টি আছে।

পিকে প্যালেসঃএটি দীঘা বাইপাস থেকে সেন্ট্রাল এর দিকে আসার রাস্তায় পড়বে।এখানেও থাকার সু-ব্যবস্থা রয়েছে।



বং আড্ডা এটি সেন্ট্রালে মিও আমোরের পাশেই হয়েছে।সম্পূর্ণ নতুন,ইনটিরিওর দূরন্ত।

ডাব্বাওয়ালাঃ ক্যানেলপাড়ে সেনকো জুয়েলার্স থেকে বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা গেলেই রয়েছে। এটিও এবছর পূজোয় ওপেন হয়েছে।

এক্সপ্রেসো -ঃ এটি খড়গপুর বাইপাশ পেরিয়ে হন্ডা শো-রুমের কাছেই পাবেন।একটু ডিফারেন্ট লুক রয়েছে যেটা বেশ চোখে পড়ার মত।

HFC : হাইলি রেকমেন্ড করছি।কারন একটাই KFC -র থেকে কোনো অংশে কম নয়।অসাধারণ টেস্ট প্রতিটি খাবারের।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read