Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। দুস্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে লাউদা’য় মৌন মিছিল ।।

শনিবার কাঁথি ৩ ব্লকের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে লাবন্যবাজার পর্যন্ত এলাকা অবধি দুস্কৃতকারীদের হামলার প্রতিবাদে ও গ্ৰেফতারের দাবীতে একটি মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করে লাউদা অঞ্চল নাগরিক মঞ্চ।



জানা গেছে, লাউদা অঞ্চলের অন্তর্গত পশ্চিম কামারদা গ্ৰামের শান্তনু খাঁড়াকে দুর্গা পঞ্চমীর রাতে এলাকার কিছু মদ্যপ দুস্কৃতী অকারণে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। প্রথমে বনমালীচট্টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তারপর কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ইকবালপুরে একটি বেসরকারী নার্সিংহোমে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।



বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিন বিকেলে কয়েকশো মানুষের সাথে আক্রান্তের মা পূর্নিমা খাঁড়া সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পা মেলায় বিশিষ্ট শিক্ষক চন্দ্রশেখর মন্ডল, অজয় গিরি, সমাজসেবী অনুপ পন্ডা, বিপুলেশ ধাড়া সহ অন্যান্যরা।

মিছিলের পরে আয়োজিত প্রতিবাদ মঞ্চ থেকে দুস্কৃতীদের এক সপ্তাহের মধ্যে গ্ৰেফতার না করলে আক্রান্তের পরিবারের সদস্যদের নিয়ে থানার সামনে ধর্নার হুঁশিয়ারি দেন চন্দ্রশেখর বাবু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read