প্রদীপ কুমার সিংহ:-গত দুবছর করোনার জন্য লক্ষ্মী ঠাকুর তেমন বিক্রয় হয়নি। এ বছরে দাম বেশ কিছুটা বেড়েছে। তাই গ্রাহকেরা চিন্তিত হলেও ব্যবসায়ীরা খুশী।
গতবার যে ঠাকুরের দাম ছিল ২৪০ থেকে ২৫০ টাকা এবারে সেইগুলো ৩০০ টাকা দাম হয়েছে। যে ঠাকুর গুলো ৪৫০ টাকা ছিল সেগুলো ৬০০ টাকা এ বছর বিক্রি হচ্ছে। সেইসঙ্গে ফলের দামও অত্যধিক বেড়েছে । আঙ্গুর আড়াইশো টাকা কেজি, আপেল ১৩০ টাকা কেজি, পেয়ারা ৮০ টাকা কেজি, বাতাবি লেবু একটা ৫০ টাকা, পানিফল১৩০ টাকা কেজি, শাকালু ১০০ টাকা কেজি প্রমুখ।
ফুলের দামও অনেকটাই বেশি । গাঁদা ফুল বাসন্তী রঙের ৪০০ টাকা কুড়ি’ কমলা রঙের গাঁদা ফুল ৩০০ টাকা কুড়ি, রজনীগন্ধা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি, লুশ ফুল ৩০০ টাকার বস্তা। সেই সঙ্গে লক্ষ্মী ঠাকুর পুজো করার জন্য যে ধানের শীষ লাগে তা ২০০ টাকাতে বাজারে বিক্রি হচ্ছে।
সবজির দামও আকাশ ছোয়া । আলু ৩৬ টাকা কেজি,পটল ৬০ টাকা কেজি, উচ্ছে ৬০ টাকা কেজি, ঢেঁড়স ৪৫ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি।
সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এবারে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ঠাকুর ফুল সবজি ফল দাম বেশি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ যতটা পুজোর জোগাড় করবে মনে করেছিল তার থেকে কমে সারতে হচ্ছে।