ইন্দ্রজিৎ আইচ :-ফের শোকের ছায়া টলিউডে। প্রয়াত বিশিষ্ট অভিনেতা চাঁদু চৌধুরী।
আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
‘গুন্ডা ‘,’পূজা’ ,’ ইন্দ্রজিৎ ‘,’ সন্ত্রাস ‘ ,’গোলমাল ‘, ‘বাঙালীবাবু ‘ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় মন জিতে নিয়েছিল দর্শকদের।
তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ।
Author: ekhansangbad
Post Views: ৭৪