Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। শুভেন্দুর থেকে ১০০ কোটি টাকা নিয়ে গেল সুকান্তঃপ্রদীপ গায়েন ।।

বিজেপির মধ্যে পুরানো-নতুন দ্বন্ধ মেটাতে শুভেন্দু আধিকারীর থেকে ১০০ কোটি টাকা নিয়েছে সুকান্ত মজুমদার। লক্ষী পুজার রাতে কাঁথির শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি এই কারনে এসেছিলো বলে দাবি করেছেন কাঁথি – ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন ।

লক্ষী পুজার দিন কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়িতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।সোমবার সাংবাদিকদের ডেকে শুভেন্দুর বাড়িতে সুকান্তের আসার কারন বাতলালেন প্রদীপ গায়েন।



কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃনমূল নেতা প্রদীপ গায়েন দাবি করেছেন গুজরাটের একটা ব্যাঙ্কে ৪০০০ কোটি টাকা জমা করেছে শুভেন্দু অধিকারী। প্রদীপ গায়েনের আরো দাবি তৃনমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের সময় ১০০০ কোটি টাকা অমিত শাহের হাতে তুলে দিয়েছিলেন।এবার তাঁকে ঘিরে বিজেপিতে পুরানো-নতুন দ্বন্ধ মেটাতে সুকান্ত মজুমদারকে বাড়িতে ডেকে ১০০ কোটি টাকা তুলে দিয়েছে শুভেন্দু।প্রদীপ বাবুর আরো দাবী অমিত শাহের নির্দেশে এবং শিশির অধিকারীর মধ্যস্থতায় শান্তিকুঞ্জে ১০০ টাকা তুলে দেওয়া হয় সুকান্ত মজুমদারের হাতে । প্রদীপ গায়েন বলেন দাবি করেছেন তিনি সত্য নাকি মিথ্যা বলছেন তার তদন্ত করতে পারে সিবিআই বা ইডি।তিনি এই অভিযোগের প্রমান তুলে দেবেন ।

প্রদীপ গায়েনের এই অভিযোগের পরেই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে ।যদিও এই বিষয়ে বিজেপি কিংবা অধিকারী বাড়ি থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read