পুলিশের হাত থেকে বাঁচতে দিল্লীতে গিয়ে আত্মগোপন করেছে রাজ্যের বিরোধী দলনেতার ঘনিষ্ঠ হলদিয়া হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক।তাঁকে ধরতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে পুলিশকে কারন তিনি এক সাংসদের বাড়িতে আত্মগোপন করেছেন !
হলদিয়া পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে কয়েকদিন আগেই হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ৷ অভিযোগ, সেদিনই দিল্লিতে পালিয়ে যান শ্যামল আদক৷
জেলা পুলিশ সুত্রে জানা গেছে গত শুক্রবার কাঁথি পুরসভার দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ৷ ওই দিনই হলদিয়া পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে শ্যামল আদকের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়৷
এফআইআর দায়েরর পর শ্যামল আদকের খোঁজ না পাওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়৷ এর পরেই শ্যামল আদক কোথায় আত্মগোপন করেছে তার খোঁজ শুরু করে পুলিশ৷
জেলা পুলিশ সূত্রে খবর, দিল্লিতে পৌঁছানোর পরে পুলিশের একজন অফিসার রীতিমতো এসকর্ট করে শ্যামল আদককে ওই সাংসদের বাংলোতে নিয়ে গিয়েছেন৷
পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, এখনও তাদের অফিসারদের একটি দল দিল্লিতেই রয়েছে৷ শ্যামল আদককে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসার চেষ্টাও চলছে৷যদিও শ্যামল আদককে গ্রেফতার করার ক্ষেত্রে দিল্লি পুলিশ তাদের কোনও রকম সহযোগিতাই করছে না বলে অভিযোগ করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে৷