কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড।
মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁথির দারুয়া রাস্তায় এই বেসরকারি হাসপাতাল চত্বরে।
মৃত রোগীর পরিবারের অভিযোগ নার্সিংহোমে ভর্তি করার পরেও তাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় নার্সিংহোম কর্তৃপক্ষ। মংগলবার সরকারী হাসপাতাল থেকে রোগীকে ফিরিয়ে আনার পরে নার্সিংহোমে রোগীর মৃত্যু হয়।
এই ঘটনা জানাজানি হতেই বাড়ির লোকেরা বিক্ষোভে ফেটে পড়ে ।এর জেরে উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি থানার পুলিশ ।
পুলিশের সামনেই চলে হাসপাতালে সাইনবোর্ড কাচের দরজা ভাঙচুর।
অবশেষে নার্সিং হোম কর্তৃপক্ষ ও মৃতের পরিবারের সাথে কথা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
এর পরে সপুলিশের সহযোগিতায় মৃতদেহ বাইরে আনা হয় ।