কাঁথি প্রভাত কুমার কলেজের বিল্ডিং দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে শুক্রবার তদন্তে আসে ৫ সদস্যের প্রতিনিধি দল।
তদন্তকারী এই প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগারওয়াল, কাঁথির মহকুমা শাসক রেনু সোগান, তমলুকের ইঞ্জিনিয়ার সহ কয়েক জন।
শুক্রবার বেলা ১২.১০ মিনিট নাগাদ কাঁথি কলেজে হাজির হন। সরাসরি কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে রুমে চলে যান। দরজা বন্ধ করে কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা।পরে কিছু এলাকা ঘুরে দেখেন তাঁরা।
বস্তুত, ২০১৭ সালের কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কোন টেণ্ডার ছাড়াই বিল্ডিং নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বিল্ডিং নির্মাণের অনৈতিকতার অভিযোগ তুলে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী আবু সোহেল।
কয়েক ঘন্টা কলেজে তদন্ত চালিয়ে ফিরে যায় প্রতিনিধি দল ।সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিতে রাজী হননি তাঁরা।কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ অমিত কুমার দেও সাংবাদিকদের সাথে কোন কথা বলেন নি।
প্রসঙ্গত শিশির অধিকারীর ছোট ছেলে বর্তমানে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী কলেজ পরিচালন কমিটির সভাপতি থাকার সময়েই এই দুর্নীতি হয় বলে অভিযোগ