শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার স্বাক্ষী থাকলো উলুবেড়িয়া।১৬ নং জাতীয় সড়কের জগৎপুর জোড়াকলতলায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের।মৃতেরা হল অপর্ণা পাড়াল (৪০) এবং টুসু পাড়াল (১০)। দুর্ঘটনায় নজরুল খান নামে এক সাইকেল আরোহী গুরুত্বর আহত।
বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী টুসু পাড়ালের বৃত্তি পরীক্ষা চলছিল। শনিবার সকালে মা অপর্ণা পাড়ালের সঙ্গে জোড়াকলতলা বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
সেই সময়ে কোলাঘাটগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পরে মা ও মেয়েকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এদিকে এই দুর্ঘটনার পর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে।
Author: ekhansangbad
Post Views: ৭৩