পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের অধিন সাহাজাদপুর সমবায় সমিতির ভোটকে উত্তেজনা ছড়ালো।সমবায় সমিতির নির্বাচনের আগে শাসক দল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির।বিরোধী দলের অভিযোগ শাসক দলের সেই কাজের বিরোধীতা করায় তাঁদের দলের কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে।
আগামীকাল রবিবার সাহাজাদপুর সমবায় সমিতির নির্বাচন।আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাই শাসক ও বিরোধী সব শিবিরই সমিতি নিজেদের দখলে রাখতে মরিয়া।
এর মধ্যেই শুক্রবার গভীর রাতে শাসক দলের স্থানীয় নেতৃত্বদের মদতে সাহাজাদপুর সমবায় সমিতিরর ভোটারদের বাড়ি বাড়ি শাড়ি ও ত্রিপল পৌঁছে দিয়ে আসা হয় বলে বিজেপির থেকে অভিযোগ করা হচ্ছে। টোটো বোঝাই শাড়ি ও ত্রিপল বিলি করা হয় বলে অভিযোগ বিজেপির।বিজেপির দক্ষিন কাঁথি ২ মন্ডল সভাপতি উমেশ প্রধানের অভিযোগ সাহাজাদপুরে এই সকল সামগ্রী বিলি করার সময়ে তাঁদের দলের প্রার্থী প্রার্থী ঝন্টু কুমার বেজ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। তারপরেই তাঁকে মারধর করা বলে অভিযোগ করেন উমেশ বাবু । শাসক দলের স্থানীয় নেতৃত্ব অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে