Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। আজকের রাশিফল ।।

মেষ: শারীরিক সমস্যায় ভোগান্তির সম্ভাবনা প্রবল। আজ খেলাধুলো আপনাকে চনমনে রাখবে। কোনও নতুন বিনিয়োগের আগে সবকিছু যাচাই করুন। তবে যোগাযোগের অভাবে দাম্পত্য সম্পর্কে হতাশা আসতে পারে। পরিবারকে সময় দিন।

বৃষ: কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন উদ্যম নিয়ে কাজ করলে আজ সফলতা পাবেন। ব্যবসায় নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। আটকে থাকা কাজগুলি আজ হয়ে যাবে। নতুন প্রেম আসতে পারে। বিবাহিতদের দাম্পত্যসুখ।

মিথুন: ব্যক্তিত্ব উন্নত করার আন্তরিক চেষ্টা করুন। ভ্রমণ সংক্রান্ত নথি গুছিয়ে রাখুন। আজ বন্ধুদের কাজে সাহায্য করে প্রশংসা পেতে পারেন। ভ্রমণে গেলে সাবধান থাকুন। মূল্যবান কিছু হারাতে পারেন। পরিবার এবং জীবনসঙ্গীর সাথে আনন্দে সময় কাটবে।

কর্কট: বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। দীর্ঘদিনের সমস্যা আজ মিটে যেতে পারে। নিজের বেহিসেবি জীবনযাত্রার বদল প্রয়োজন। কারও দ্বারা প্রভাবিত হবেননা। ব্যয়ে নিয়ন্ত্রণ আনুন নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন।

সিংহ: বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। নিজের ভুল থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিন। বাড়ির কাজ গুরুত্ব সহকারে শেষ করুন। প্রিয়জনের সাথে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভাই বা বন্ধুদের সহায়তায় কার্যোদ্ধার হবে। পরিবারের সাথে আনন্দে সময় কাটবে আজ।

কন্যা: এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনি পূরণ করতে পারবেন না। ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই সঞ্চয় শুরু করুন। আজ কোনও কারণে বিপদে পড়তে পারেন। আজ আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। সমস্ত কাজে সময়কে গুরুত্ব দিন।

তুলা: জীবনের প্রতি আশাবাদী হন ও পজিটিভ চিন্তা করুন। আজ কোনও ব্যক্তির পরামর্শে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের ভাবনা সঠিকভাবে সকলের কাছে তুলে ধরতে পারলে লাভবান হবেন।

বৃশ্চিক: আজ প্রেমের কোনও আশা নেই। কোথাও ঘুরতে যেতে পারেন। আজ শরীর ভালো থাকবে। অকারণ ব্যয় আপনাকে হতাশ করতে পারে। কেনাকাটায় ব্যস্ত থাকবেন সারাদিন। সন্ধ্যায় অনর্থক খরচে বিরক্তি আসতে পারে।

ধনু: শ্বশুর বাড়ি থেকে আর্থিক সুবিধা পাবেন। আজ দিনের শুরুটা হবে একরাশ আত্মবিশ্বাস দিয়ে। ঘরেতে অতিথি আগমনে পুরানো বিদ্বেষের অবসান। অকারণ খরচ থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পাবেন।



মকর: বাবা-মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। অধৈর্য হওয়ায় অসংযত আচরণে সম্পর্কে ফাটল ধরতে পারে নিকট মানুষের সাথে। আজ নির্জনে থাকুন। মনে শান্তি পাবেন। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন।

কুম্ভ: স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাবেন। আপনার কর্মদক্ষতা আজ কাজে আসবে। ঋণ নেওয়া এড়িয়ে চলুন। ভাই বোনেরদের সহায়তায় কার্যসিদ্ধি। নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে আজ পরিবেশ অনুকূল। কর্মক্ষেত্রে আজ উদ্যমের প্রয়োজন।

মীন: আজ আত্মসম্মান নিয়ে সকলের সাথে মিশুন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটবে আজ। আপনার কাজের কৃতিত্ব অন্যকেউ নিয়ে নিতে পারে। তাই সাবধান থাকুন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read