প্রদীপ কুমার সিংহ :-বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার বারুইপুরের এসডিপিও ইন্দ্র বদন ঝা এক সাংবাদিক বৈঠকে বলেন শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার মল্লিকপুর ক্যাম্পের এসআই রুইদাসের নেতৃত্বে বারুইপুর থানা অন্তর্গত কাটা খাল বিশালক্ষী মন্দির এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।
তার কাছ থেকে দুটি ওয়ান সাটার পাইপ গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ওই দুষ্কৃতির নাম মোঃ পারভেজ। বাড়ি মল্লিকপুর জান মসজিদ এলাকায়।
মোহাম্মদ পারভেজ এর নামে আগে অনেক থানা মামলা আছে। বারুইপুর থানা পুলিশ ২৫/২৭ আর্মস কেসের মামলা করেছে। ধৃত ব্যক্তিকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
বারুইপুর মহকুমা আদালতের বিচারক ধৃত ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Author: ekhansangbad
Post Views: ৮৭