নিজের এলাকাতেই সমবায় সমিতির নির্বাচনে পরাজিত হল শুভেন্দু অধিকারীর দলের অনুমোদিত প্রার্থীরা।সাহাজাদপুর সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যাবধানে জয়ী হল তৃনমূল সমর্থিত প্রার্থীরা।পরাজিত বিজেপির অভিযোগ তৃনমূল সন্ত্রাস করে জয়ী হয়েছে।অপরদিকে তৃনমূলের দাবি মানুষ ওদের মিথ্যাচারের জবাব দিয়েছে।সেই সত্যিটা স্বীকার করতে না পেরে ভুলভাল প্রচার চালাচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নং ব্লকের অন্তর্গত মহিষাগোট অঞ্চলের সাহাজাদপুর সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনা চরমে উঠেছিলো।
সমিতির ৪৮টি আসনে তৃনমূল ও বিজেপির প্যানেলে প্রার্থীরা মনোনয়ন দাখিল করে ।রবিবার ছিলো ভোট গ্রহন।সকাল থেকেই নির্বাচনকে ঘিরে দুই পক্ষের তৎপরতা ছিলো চোখে পড়ার মত ।
রাত অবধি গননা চলে ।রেজাল্ট বের হতে দেখা যায় তৃনমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৪৮ টি আসনের মধ্যে ৩০ টি আসনে জয়লাভ করেছে।বিজেপি সমর্থিত প্রার্থীরা ১৮টি আসন দখল করে।আগামী কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন।তার আগে সাহাজাদপুর সমবায় সমিতির নির্বাচনের এই রেজাল্ট বিরোধীদের সমস্যা বাড়ালো বলে মনে করছে রাজনৈতিক মহল।