রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কাঁথি লায়ন্স ক্লাব ।পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তনুয়া বিদ্যাসাগর সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের উদ্যোগে এবং কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।
এই শিবিরের উদ্বোধন করেন রিজিওন চেয়ারম্যান সুবিমল মাইতি।অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা ও ট্রেজারার অশোক সাহু প্রমুখ।
রক্ত সংগ্রহ করে কলকাতার কোঠারি ব্লাড ব্যাঙ্ক।এই শিবিরে ৫০ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন বলে তনুয়া বিদ্যাসাগর সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের সম্পাদক বিকাশ সাহু জানান
Author: ekhansangbad
Post Views: ৮০