Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। অভিষেকের সুস্থতার জন্য মন্দির ও দরগায় মহিষাদলের বিধায়ক ।।

দলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থ্যতা কামনা করে মহিষাদলের প্রাচীন মন্দিরে পুজা দিলেন এলাকার বিধায়ক তিলক চক্রবর্তী । একই সাথে এলাকার প্রাচীন দরগাতেও চাদর চড়ান তিনি ।

আমেরিকার জনস্ হপকিনস্ হাসপাতালে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভর্তি রয়েছেন । বাম চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রীতি তাঁর সেই চোখে আরও একবার চোখে অস্ত্রোপচার হয়েছে । আপাতত তিনি জনস্ হপকিনস্ হাসপাতালে চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন। এই অস্ত্রোপচার ৭ ঘন্টা সময় লেগেছে বলে খবর।



সোমবার সকালে মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ীর গোপাল জীউর মন্দিরেও হজরত ইনাম (আ:) হোসায়েন দরগাহ শরীফ পীর বাবার কাছে সর্বভারতীয় নেতৃত্বের আরোগ্য কামনা করে বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পুজো দেন। এদিন মন্দিরে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, সহ-সভাপতি অরুন কুমার দিন্ডা, সঞ্জীব মাইতিও বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব সভাপতিগণ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read