পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ২ ব্লকের অন্তর্গত পানখাই ইয়ুথ এন্ড স্পোর্টস ক্লাবের আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেলা রবিবার শেষ হলো।
গত দুর্গাপূজার সপ্তমী দিন এই খেলা শুরু হয়েছিল। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হল পানখাই ভোলেবাবা একাদশ ও চন্ডিপুর ডেস্টিনেশান।
খেলায় পানখাই ৪-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা খেজুরী থানার ওসি অমিত কুমার দেব, জেলা স্পোর্টস অফিসিয়াল সংস্থার সম্পাদক শশধর পাত্র। সবাইকে অভিনন্দন জানান ক্লাব সম্পাদক সৌমেন মন্ডল।
Author: ekhansangbad
Post Views: ১৩৫