মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীরাঙ্গনা মাতঙ্গিনীর ১৫৩ তম জন্মদিবস।
এদিন সকালে প্রথমে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে ঠিক পূর্ব দিকে অবস্থিত “ভারত ছাড়ো আন্দোলনের তমলুক থানা অভিযানের” স্মারকে থাকা “গান্ধীবুড়ি’র পূর্ণাবয়ব মূর্তিতে এবং পরে মীরবাজার স্থিত মাতঙ্গিনীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উভয় মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণে অংশ নেন ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সমাজকর্মী অনাদি কুমার জানা, ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, সহকারী সম্পাদক ত্রয় দেবীপ্রসাদ নন্দী,অধ্যাপক ডঃ সুশান্ত দে, অমিতাভ দাস, কার্যকরী সমিতির সদস্যা সবিতা মান্না,সদস্য শঙ্কর সেন ও ইউনিটে কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস প্রমুখ।
এছাড়াও মূল কর্মসূচির পরে মীরবাজারের মাতঙ্গিনীর মূর্তিতে সংগঠনের দুই সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ও শিক্ষক নরসিংহ দাস মাল্যদান করেন।