ভুতুড়ে কান্ড। তার জেরে ছড়িয়েছে আতংক।
ভুতুড়ে কারন পরিতক্ত জলের কল থেকে বেরোচ্ছে আগুন। কখনও জল তো আবার কখন গ্যাস!
স্থানীয়রা জানিয়েছেন আগুনের লেলিহান শিখা দেখলে চমকে উঠবেন। আতংকিত গ্রামবাসীর দাবি কখনো জল,কখনো বের হচ্ছে আগুন আবার কখনো গ্যাস। যা ঘিরে রীতিমতো এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানার রায়পুর গ্রামে।
কি কারনে আগুন, জল, গ্যাস বেরোচ্ছে তা নিয়ে ধন্দে রয়েছে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে চন্ডিপুর ব্লকের বিডিও ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে কলের পাইপ তুলে মুখ বন্ধ করে দেওয়ার ব্যাবস্থা করেছেন।
তবে কি কারনে এই আজব কান্ড তাই নিয়ে চিন্তা ও আতংকে গ্রামবাসী।
Author: ekhansangbad
Post Views: ৭০