কাঁথি ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী হলো মহাসমারোহে।
গত মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী।
বিজয়া সম্মিলনীর আবহে এই সভায় কোন বিষয়গুলি তুলে ধরতে হবে সেই সংক্রান্ত গাইডলাইনও দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ ব্লকের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হলো। দলীয় স্তরের সেই সম্মেলনে হাজির ছিলেন বিধায়ক তরুণ কুমার মাইতি,প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, কাঁথির এক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন ও বিভিন্ন নেতৃত্ব।
কাঁথি ১ ব্লকের সভাপতি প্রদীপ গায়েন বিজয়া সম্মেলনীতে দলের উদ্দেশে বিশেষ বার্তা দেন।
কাঁথি ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি গনেশ মহাকুড় অনুষ্টানে দলীয় কর্মী ও নেতৃত্ব দের সামনে আগামীর রূপরেখা তুলে ধরেন। আজ বিজয়া সম্মিলনীতে স্বাভাবিকভাবেই বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ হয়।