Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। খেজুরীতে সিপিএমে ভাঙ্গনঃদলে দলে বিজেপিতে ।।

হাতে আর মাত্র কয়েকটা মাস তার পরেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে রক্ত ক্ষরন শুরু সিপিএমের। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে।

এক সময়ে বামেদের দূর্গ বলে পরিচিত ছিলো খেজুরী।মাঝে এক দশক তৃনমূলের প্রভাব থাকলেও গত কয়েক বছর ধরে বিজেপির প্রভাব বাড়ছে খেজুরীতে । বিধানসভা নির্বাচনেও তৃনমূলকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছে বিজেপি প্রার্থী। এই পরিস্থিতিতে শনিবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে খেজুরি বিধানসভার বাঁশগোড়ায় সিপিএম সমর্থক ৫০টি পরিবার বিজেপিতে যোগদান করলেন।



বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন মানুষ জানে তৃনমূলের একমাত্র বিকল্প বিজেপি।রাজ্য জুড়ে চলা সন্ত্রাস -দুর্নীতি- অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে বিজেপি।সেটা বুঝেই এই মানুষ গুলো সিপিএম ছেড়ে বিজেপিতে এসেছেন বলে দাবি করেন দিলিপ ঘোষ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read