শ্যামা পূজা উপোলক্ষ্যে শনিবার কাঁথি থানার শিবকালী মন্দির কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর জোন এবং কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় ।
শিবিরটির উদ্বোধন করেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা পুজা কমিটির সম্পাদক সুপ্রকাশ গিরি।কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ রিজিওন চেয়ারপার্সন সুবিমল মাইতি,জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র,জিএসটি কো অর্ডিনেটার ডাঃ গৌতম জানা,শীবকালী মন্দির কমিটির সহ সভাপতি রানগোবিন্দ দাস,কোষাধক্ষ্য খোকন চক্রবর্তী প্রমুখ।
কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা বলেন শিবিরকে ঘিরে উৎসাহ ছিলো।প্রায় ৫০ জন এই শিবিরে রক্তদান করেন ।
Author: ekhansangbad
Post Views: ৭৫