শ্যামা পূজা উপোলক্ষ্যে রবিবার কাঁথি থানার শিবকালী মন্দির কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা ও সুগার নির্নয় শিবির শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর জোন এবং কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় ।
শিবিরটির উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ ,জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র,জিএসটি কো অর্ডিনেটার ডাঃ গৌতম জানা,শীবকালী মন্দির কমিটির সহ সভাপতি রানগোবিন্দ দাস,কোষাধক্ষ্য খোকন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা বলেন শিবিরকে ঘিরে উৎসাহ ছিলো।দুটি বিভাগে প্রায় ১০০ জন করে মানুষ এই শিবিরে পরীক্ষা করান ।ভোলানাথ চক্ষু হাসপাতালের চিকিৎস্যকেরা চক্ষু পরীক্ষা করেন ।
দুটি শিবির পরিচালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক রাজকুমার দুয়ারী,কোষাধ্যক্ষ অশোক সাহু প্রমুখ।