Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। ভগবানপুর থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির ।।

প্রদীপ কুমার মাইতি :- ফের মানবিক মুখ পুলিশের। অসহায়, দুঃস্থ মানুষদের দীপাবলিতে পুলিশের তরফে দেওয়া হল উপহার।

পাশাপাশি চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার উদ্যোগে আয়োজিত হয় এই সামাজিক কর্মসূচি।



ভগবানপুর গ্রামরক্ষী বাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস। এদিন কালী পুজো উপলক্ষে ভগবানপুর থানা প্রাঙ্গণে আয়োজিত হয় এই সামাজিক কর্মসূচি। এদিন স্থানীয় এলাকার কয়েকশো মানুষের চক্ষূ পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি এদিন খোদ ভগবানপুরের ওসি নাড়ুগোপাল বিশ্বাস রক্তদান করে রক্তদাতাদের উৎসাহিত করে। শিবিরে মোট ৯০ জন রক্তদান করেন।



সেইসঙ্গে অসহায়, দুঃস্থ বয়স্ক মানুষদের মুখে হাঁসি ফোটাতে শাড়ি উপহার দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় থানার পুলিশের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার এসডিপিও মহম্মদ বদরুজ্জামান আহমেদ, এগরার সিআই রজতকান্তি পাল, ভগবানপুরের ওসি নাড়ুগোপাল বিশ্বাস, সমাজকর্মী মদনমোহন পাত্র ও অভিজিৎ দাস প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read