কাঁথির চৌরঙ্গীর সার্বজনীন শ্যাম পূজা কমিটি ক্লাব জেনিথ এর পরিচালনায় ভাতৃদ্বিতীয়া উপলক্ষে গণ ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক । উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না , কাউন্সিলার আলেম আলি খান , বিশিষ্ট সমাজসেবী সেক সাত্তার , ইমরান আলি খান , অভিজিৎ পানিগ্রাহী সহ অন্যান্যরা।
ক্লাব জেনিথের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ।
Author: ekhansangbad
Post Views: ৭৬