দুর্নীতি কান্ডে শুভেন্দু অধিকারী ঘনিষ্ট হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক পলাতক।শ্যামল আদকের ঘনিষ্ট দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পৌরসভার প্রাক্তন কাউন্সিলার দেবব্রত দাস ওরফে স্বপন দাসকে হলদিয়া মহকুমা আদালতে বৃহস্পতিবার তোলা হয়।
হলদিয়া পৌরসভার পলাতক প্রাক্তন চেয়ারম্যানের ঘনিষ্ট এই স্বপন দাসকে দুই দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেয় আদালত।
এক সপ্তাহ পুলিশ রিমান্ডের পর বৃহস্পতিবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ আদালতের কাছে আরও সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে ছিলেন। আদালত সব দিক বিচার করে অভিযুক্ত স্বপন দাসকে আরো দুদিন পুলিশ রিমান্ডে নির্দেশ দেন।
অপরদিকে স্বপন দাসকে গ্রেফতার প্রসঙ্গে গতকাল শুভেন্দু অধিকারী সুতাহাটায় বলেন, স্বপন দাস কে গালে থাপ্পড় মারা হয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন পুলিশকে এর জন্যে তার পায়ে হাত দিয়ে ক্ষমা স্বীকার করাবেন।
শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেও তাকে গুরুত্ব দিতে নারাজ ধৃত স্বপিন দাস ।তাই বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলেও স্বপন দাস মুখই খুললেন না। তার কোন প্রতিক্রিয়া পাওয়া গেল না।