প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর হাসপাতাল এলাকার অ্যাম্বুলেন্স এর ড্রাইভারদের নিয়ে একটি সচেতন মূলক অনুষ্ঠান হল বারুইপুর পুরাতন বাজারে স্থানীয় থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে। সহযোগিতা করে বারুইপুর বেবিল্যান্ড ফাউন্ডেশন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর মাহাতো,কেপিসি প্লাস্টিক সার্জারি প্রফেসর ডাক্তার প্রশান্ত কুমার ভট্টাচার্য, সিএবি ও আই এফ এর অর্থোপেডিক ডাঃ মণীন্দ্রনাথ রায়, বারুইপুর পুরাতন বাজারের ট্রাফিক ওসি সঞ্জয় কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সেফ ড্রাইভ ও সেভ লাইফের অঙ্গ হিসাবে বারুইপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সচেতনতা পাঠ দেওয়া হলো ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। হাওড়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটনা কে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের এই অনুষ্ঠান।অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কি কি করণীয় – (১)গাড়ির গতিসীমা লঙ্ঘন করবেননা, (২) আপনার গাড়ি নিয়মিত সার্ভিস করুন, (৩) ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে মেনে চলুন, (৪) রাস্তায় নিরাপত্ দুরত্ব মেনে গাড়ি চালান,(৫) খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার সময় সাবধান হন,(৬) মদ খেয়ে গাড়ি চালাবেন না, (৭) সর্বদা সিট বেল্ট ও হেলমেট ব্যাবহার করবেন, (৮) রাস্তায় গাড়ি চালানোর সময় রাস্তার নিয়ম কানুন মেনে চলুন। এই অনুষ্ঠানে ডাক্তার প্রশান্ত কুমার ভট্টাচার্য বলেন ইমার্জেন্সি রুবিকে নিয়ে যাওয়া দায়িত্ব অ্যাম্বুলেন্স এর ড্রাইভারে তেমনি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও নিজেকে সচেতন থাকতে হবে কোন কারণেই মদ খেয়ে গাড়ি চালানো যাবেনা বা রাতে অ্যাম্বুলেন্সে করে রোগী হাসপাতালে পৌঁছে দিয়ে আসার পর ভোরবেলা অ্যাম্বুলেন্স নিয়ে বেরোনো যাবে না।
ট্রাফিক ইন্সপেক্টর বলেন ড্রাইভারদের
ট্রাফিক সিগন্যাল দেখে গাড়ি চালানো উচিত যাতে অপরের কোনো ক্ষতি না হয়। ইমারজেন্সি রোগী যেমন বাঁচানোর দরকার তেমনি ড্রাইভার দেওয়া সঠিক গাড়ি চালিয়ে নিজ জীবন কে ও বাঁচাতে হবে। সবশেষে অ্যাম্বুলেন্সে ড্রাইভারদের একটি করে পেন,গোলাপ ও ট্রাফিক নিয়মের সচেতন মূলক কাগজ দেয় ট্রাফিক ওসি সঞ্জয় কর্মকার।