সন্ধ্যার অন্ধকারে স্কুল পড়ুয়া এক নাবালিকার শ্লীলতাহানীর চেষ্টা চালিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক।ক্ষিপ্ত এলাকাবাসী অভিযুক্ত যুবককে ধরে দিলো গণধোলাই।সেই সাথে অভিযুক্ত যুবককে কান ধরে উঠ-বস করিয়ে সোস্যাল মিডিয়ায় ছাড়া হোল সেই ছবি।
ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৬নং ওয়ার্ডের।জানা গেছে নাবালিকা টিউশনি পড়ে ফিরছিলো।সেই সময় আচমকা পেছন থেকে এসে এই যুবক ঝাঁপিয়ে পড়ে নাবালিকার উপরে।এরপরেই নাবালিকা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত যুবককে পাকড়াও করে ।
ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রিনা দাস সহ কাঁথি থানার পুলিশ। স্থানীয় দের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করে কাঁথি থানার পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ৮১